বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিচার

৯ দিন পর বাড়ি ফিরলেন সন্ধ্যা রানী

 প্রকাশিত: ১৮:৪১, ২০ জানুয়ারি ২০২১

৯ দিন পর বাড়ি ফিরলেন সন্ধ্যা রানী

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালিরচালা গ্রামে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের শিকার আদিবাসী নারী ৯ দিন পর সন্তানদের নিয়ে বাড়িতে ফিরেছেন। গত ১৮ জানুযারি সন্ধ্যায় টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তিনি বাড়ি ফেরেন।

ঘটনার পর বিভিন্ন আদিবাসী সংগঠন উপজেলা সদরে নির্যাতিত নারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। একই সঙ্গে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারকলিপি প্রদান করে। মামলার সকল আসামি জামিনে মুক্তি পাওয়ায় নির্যাতিত নারীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিল। তাই নিজ বাড়িতে যেতে সাহস পাচ্ছিলেন না তারা।

অবশেষে ওই নারীর পাশে এসে দাঁড়ান টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি ও পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা গ্রামে সন্ধ্যা রানীর বাড়িতে যান তারা। বিষয়টি নিয়ে নির্যাতিত নারীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় সন্ধ্যা রানী ঘটনার সুষ্ঠ বিচার ও নিরাপত্তার দাবি জানান। এরপর প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচার পরিবারটির আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার সন্ধ্যা রানীকে সাময়িকভাবে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা করেন। এ সময় জেলা প্রশাসক মো.আতাউল গনি মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় এক মাসের মধ্যে একটি পাকা ঘর দেওয়ার ঘোষণা দেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: