শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

৭ মেগা প্রকল্পে বরাদ্দ ৩৪,২৬৬ কোটি টাকা, খসড়া চূড়ান্ত

 প্রকাশিত: ০৫:১০, ১৩ মে ২০২০

৭ মেগা প্রকল্পে বরাদ্দ ৩৪,২৬৬ কোটি টাকা, খসড়া চূড়ান্ত

নতুন এডিপির আকার ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা খরচ করা হবে। চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১২ হাজার ২২৪ কোটি টাকা বেশি ধরা হয়েছে নতুন এডিপিতে। সেই হিসাবে বরাদ্দ বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। সাতটি মেগা প্রকল্পকে গুরুত্ব দিয়ে ২০২০-২১ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করছে পরিকল্পনা কমিশন।

মঙ্গলবার (১২ মে) কমিশনের বর্ধিত সভায় নতুন এই এডিপির খসড়া উত্থাপন করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মোট সাতটি মেগা প্রকল্পে ৩৪ হাজার ২৬৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন বাজেটে।
         
মন্ত্রণালয়ে বাংলানিউজের সঙ্গে এক সাক্ষাতে পরিকল্পনামন্ত্রী বলেন, ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপির খসড়া অনুমোদন করা হয়েছে। তবে আবারও বলছি এটা খসড়া। মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্তভাবে অনুমোদন করবেন। সব মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার ওপর ভিত্তি করেই উন্নয়ন বাজেটের খসড়া অনুমোদন করা হয়েছে। নতুন এডিপিতে ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা সাতটি মেগা প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছি। এসব মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশের চেহারা বদলে যাবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: