শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

রাজনীতি

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ হাইকোর্টের

 প্রকাশিত: ০৮:০৭, ৯ সেপ্টেম্বর ২০২১

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ হাইকোর্টের

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভাষণ প্রদানের স্থানে বঙ্গবন্ধুর তর্জনি ওঠানোর একটি ভাষ্কর্য স্থাপনেরও নির্দেশ দেয়া হয়েছে।

এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতির এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি শাহেদ নূর উদ্দীনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে রিটকারী অ্যাডভোকেট বশির আহমেদ সাংবাদিকদের বলেন, স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: