শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লেবাননে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২২০ জন

 প্রকাশিত: ১২:২৮, ১১ আগস্ট ২০২০

লেবাননে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২২০ জন

লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ঘটা ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো শতাধিক মানুষ। দেশটির গভর্নর আবুদ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই বিদেশি কর্মী।

এদিকে, বৈরুতে সোমবার তৃতীয় দিনের মতো এই বিস্ফোরণের বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৈরুত বন্দরে ঘটা ওই বিস্ফোরণের জেরে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করেছেন। হাসান দিয়াবের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মাইকেল আউন। 

এর আগে বিচারমন্ত্রী মারি ক্লদ নাজম সোমবার পদত্যাগ করেছেন। এই নিয়ে মন্ত্রিসভার তৃতীয় আরেকজন সদস্য পদত্যাগ করলেন, কিন্তু তাতেও প্রতিবাদকারীদের ক্ষোভ কমেনি।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগের আগে মন্ত্রিসভার বৈঠকও ডেকেছিলেন। ওই একই সময় রাজধানীজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সরকারবিরোধী প্রতিবাদকারীরা।

দিয়াব জানিয়েছিলেন, ছয় বছর ধরে বৈরুত বন্দরে অরক্ষিত অবস্থায় রাখা ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট কোনোভাবে প্রজ্বলিত হয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: