বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৪ ঘন্টায় আরো ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত

 প্রকাশিত: ২২:২০, ১৫ অক্টোবর ২০২১

২৪ ঘন্টায় আরো ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কিছুটা মন্থর হলেও একেবারে থেমে যাচ্ছে না। 
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। তাদের মধ্যে ৯১ জন ঢাকাতে ও ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৮৪৬ জন। তাদের ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬১জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১০৬ জনের মধ্য ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৫ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৬ জন ভর্তি হন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১১৫ জন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: