শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

শিক্ষা

২ ডিসেম্বর থেকে আলিম পরীক্ষা শুরু, সময়সূচি প্রকাশ

 প্রকাশিত: ১০:৫৪, ৪ অক্টোবর ২০২১

২ ডিসেম্বর থেকে আলিম পরীক্ষা শুরু, সময়সূচি প্রকাশ

আগামী ২ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে চলতি বছরের আলিম পরীক্ষা। ১৯ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।

রোববার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। 

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন বলেন, করোনা সংক্রমণ সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে লিখিত পরীক্ষা নেয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বরে সশরীরে নেওয়া হবে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: