মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

১৭ অক্টোবর থেকে শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা

 প্রকাশিত: ১৯:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২১

১৭ অক্টোবর থেকে শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা

চলমান এই সময়ে বাংলাদেশে চলতো ভর্তি যুদ্ধ। আসন কম, প্রতিযোগী বেশি এ যেন এক জাতীয় সমস্যা। এরই মধ্যে মেধাবীরা জায়গা করে বিশ্ববিদ্যালয়ে নিজের আসনটিতে মেধার সাক্ষর দিয়ে। গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ‘ক’ ইউনিটে, ২৪ অক্টোবর বাণিজ্য বিভাগের ‘খ’ ইউনিটে এবং ১ নভেম্বর মানবিক বিভাগের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২০ বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সমন্বয়ে গঠিত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি কামালউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
কামালউদ্দীন আহমেদ বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে। আমাদের প্রত্যাশা থাকবে, অন্য বিশ্ববিদ্যালয়গুলো এই প্রক্রিয়ায় যুক্ত হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: