বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

 প্রকাশিত: ১০:৪৭, ২৫ জানুয়ারি ২০২১

১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘাট সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার দিকে ঘন কুয়াশার কারণে নদীপথ ঝাপসা হয়ে আসে।
এতে দিকনির্দেশনামূলক বাতিতে সামনের কিছুই দেখা যাচ্ছিল না।

তাই দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় শিবচরের বাংলাবাজার ঘাটে রোরো ফেরি এনায়েতপুরী পরিবহন লোড করে ঘাটেই নোঙর করে রাখে।

এছাড়াও উভয় ঘাট থেকে ছেড়ে আসা একাধিক ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখে। সোমবার সকালে কুয়াশা কিছুটা কমে আসলে ফেরি চলাচল ফের শুরু হয়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ কমে এলে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: