শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

১১ আগস্ট থেকে দোকানপাট ও অফিস খোলার সিদ্ধান্ত

 প্রকাশিত: ১৫:১২, ৩ আগস্ট ২০২১

১১ আগস্ট থেকে দোকানপাট ও অফিস খোলার সিদ্ধান্ত

কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১১ আগস্ট থেকে দোকানপাট ও অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে। তবে একজন কর্মচারীও ভ্যাকসিন ছাড়া কর্মস্থলে আসতে পারবেন না।

করোনা সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরো বাড়ানো হলো।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: