বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

১০ বছর হলে উচ্চতর গ্রেডে বাধা নেই চাকরির বয়স

 প্রকাশিত: ১৯:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২০

১০ বছর হলে উচ্চতর গ্রেডে বাধা নেই চাকরির বয়স

১০ বছর হয়ে গেছে যেসব সরকারি কর্মচারীর চাকরির বয়স , তবে পদোন্নতি বা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড একবারও পাননি, তাদের ক্ষেত্রে উচ্চতর গ্রেড দিতে এখন থেকে কোনো বাধা থাকছে না। 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাদের উচ্চতর গ্রেড দেয়ার জন্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে অর্থ মন্ত্রণালয়। 

সূত্র জানায়, যেসব সরকারি কর্মচারী একই পদে ১০ বছর চাকরি করার পর একবারও পদোন্নতি পাননি, তাদের উচ্চতর গ্রেড দেয়ার ক্ষেত্রে গত ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মতামত চেয়ে চিঠি দেয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।

পরে অর্থ বিভাগ এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে জানায়, জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ ৭ (১) এর অধীনে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে কার্যক্রম গ্রহণে কোনো বাধা নেই।

এ প্রসঙ্গে অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: