শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছে আমেরিকান মুসলিমস সংগঠন

 প্রকাশিত: ১৬:২৬, ১৬ মে ২০২১

হোয়াইট হাউজে ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছে আমেরিকান মুসলিমস সংগঠন

ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মুসলমান। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়ায় হোয়াইট হাউজে তার আয়োজনে ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছে আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন নামের একটি সংগঠন। স্থানীয় সময় রোববার তারা ‘ফিলিস্তিনের সঙ্গে ঈদ’ নামের পাল্টা একটি কর্মসূচির ঘোষণা দেয়।

হোয়াইট হাউজ রোববার ঈদুল ফিতর উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করেছে। সেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের পক্ষ থেকে কয়েকটি প্রতিনিধিদলকে নিমন্ত্রণ জানানো হয়েছে।

তবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেন এই মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি গাজায় নির্বিচারে বোমা হামলা বন্ধ করতে বলেন।

তার এমন অবস্থানের কারণেই বিভিন্ন মুসলিম সংগঠন হোয়াইট হাউসে নৈশভোজে অংশ গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: