শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

হেলেনার বাসায় মিলেছে ধারালো অস্ত্রসহ ওয়াকিটকি-ড্রোন

 প্রকাশিত: ১১:২৪, ৩০ জুলাই ২০২১

হেলেনার বাসায় মিলেছে ধারালো অস্ত্রসহ ওয়াকিটকি-ড্রোন

প্রায় চার ঘণ্টা অভিযান শেষে আলোচিত-সমালোচিত হেলেনা জাহাঙ্গীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তাকে কুর্মিটোলায় র‍্যাবের সদর দফতরে নেয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি জানান, হেলেনার বাসায় তল্লাশি চালিয়ে হরিণের চামড়া, বিদেশি মদ, ওয়াকিটকি, ড্রোন ক্যামেরা, বিদেশি মুদ্রা, ক্যাসিনোর সরঞ্জাম, বেশ কিছু ধারালো ছুরি, ইলেকট্রনিক ডিভাইস ও নথি জব্দ করা হয়েছে। তাকে র‍্যাব সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাত ৮টার দিকে গুলশান-২ এলাকায় ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে অভিযান শুরু করে র‌্যাব। এরপর বাসা থেকে তাকে আটক করা হয়। তার বাসায় মাদকসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে। হেলেনার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

সম্প্রতি ফেসবুকে নেতা বানানোর ঘোষণা দিয়ে ছবি পোস্ট করে আলোচনা-সমালোচনার জন্ম দেন হেলেনা জাহাঙ্গীর। সংগঠনটির ব্যানারে জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: