মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে ৮ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

 প্রকাশিত: ১৭:০৩, ১৩ জুন ২০২১

দেশে ৮ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

গত বছরের মতো এ বছরও সারা দেশে ৮ কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা করেছে সরকার, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
তিনি বলেন, পরিবেশ ঠাণ্ডা রাখতে এবং জীবনধারণের অতিপ্রয়োজনীয় অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পেতে গাছ লাগানোর বিকল্প নেই।
মন্ত্রী বলেন, দেশের পরিবেশ রক্ষার্থে সরকারিভাবে গত বছর আট কোটি গাছের চারা লাগানো হয়েছে, এবারও  আট কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সকলে মিলে গাছ লাগিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষম হবো।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: