মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

জাতীয়

সোম-সঙ্গলবার বাড়তে পারে বৃষ্টিপাত

 প্রকাশিত: ০৮:৫১, ২৮ জুন ২০২১

সোম-সঙ্গলবার বাড়তে পারে বৃষ্টিপাত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে সোম ও মঙ্গলবার দু’দিন বৃষ্টিপাত বাড়তে পারে। গত রোববার সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, এ সময়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বা ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ১দিনে সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী ও রাজশাহীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীর ডিমলায় ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ডিমলায় ৮০ মিলিমিটার, সিলেটে ৪৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ১৪ মিলিমিটার ও রংপুরে ১৩ মিলিমিটার।

 অন্য  দিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: