শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হলি আর্টিসান হামলার চার বছর আজ

 প্রকাশিত: ১২:০৫, ১ জুলাই ২০২০

হলি আর্টিসান হামলার চার বছর আজ

হলি আর্টিসান হামলার চার বছর হলো আজ বুধবার। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিসান রেস্তোরাঁয় ঢুকে বিদ্রোহীরা জিম্মি করে ফেলে অবস্থানরত সবাইকে। জিম্মির এ ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিক। প্রথম অভিযানেই পুলিশের দুই কর্মকর্তা মারা যান আর ২৫ পুলিশ হাসপাতালে ভর্তি হয়।

ভয়াবহ এ হামলায় নৃশংস হত্যাযজ্ঞ এবং প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি সংকটের ঘটনা স্তম্ভিত করেছিল পুরো জাতি ও বিশ্বকে। সেদিনের বিদ্রোহী হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশি নাগরিকসহ মোট ২২ জন নিহত হন। কয়েকবার প্রস্তুতি নিয়েও রাতে অভিযান চালায়নি আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্টে’ অবসান হয় জিম্মিদশার। অভিযানে মৃত্যু হয় হামলাকারী পাঁচ বিদ্রোহীর।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: