শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

হংকংয়ের প্রধাননির্বাহীসহ ১১জন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

 প্রকাশিত: ১৯:৫৬, ৮ আগস্ট ২০২০

হংকংয়ের প্রধাননির্বাহীসহ ১১জন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামসহ ১১জন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার মার্কিন প্রশাসনের ট্রেজারি বিভাগ চীনের বিশেষায়িত অঞ্চল হংকংয়ের স্বায়ত্তশাসন খর্ব করায় এই নিষেধাজ্ঞা জারি করে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মিনুচিন এক বিবৃতিতে বলেছেন, ‘হংকংয়ের জনগণের সাথে যুক্তরাষ্ট্র পাশেই আছে এবং আমরা তাদের স্বায়ত্তশাসনের ক্ষুন্নকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।’

বেইজিং হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন পাস করায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থার সিদ্ধান্ত নিল। সম্প্রতি তুমুল বিক্ষোভের মুখেই বিতর্কিত এ আইনটি পাস করে চীন। ওই আইনে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়। এছাড়া এর অধীনে হংকংয়ের আইন বাদ দিয়ে ওইসব অপরাধে অভিযুক্তদের সাজা দেয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার ফলে হংকংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত হবে। এছাড়া এই কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না মার্কিনিরা।

হংকংয়ের ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে এমন পদক্ষেপের কারণে চীনকে শাস্তি দিতে গত মাসে এক নির্বাহী আদেশে সাক্ষর করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আদেশের আওতায় শুক্রবার হংকংয়ের প্রধান নির্বাহীসহ অন্যদের ওপর এই নিষেধাজ্ঞা আনল ওয়াশিংটন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: