বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

পর্যটন

স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সাউদিয়াকে দুই লাখ টাকা জরিমানা

 প্রকাশিত: ১৭:১২, ১৬ ডিসেম্বর ২০২০

স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সাউদিয়াকে দুই লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন্স সাউদিয়াকে দুই লাখ টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ২৫৯ জন যাত্রী নিয়ে সাউদিয়ার একটি বিশেষ ফ্লাইট ঢাকায় আসে। ওই ফ্লাইটের কোনো যাত্রীর সঙ্গে করোনা পরীক্ষার সনদ ছিল না। তারা সবাই সৌদি আরবের কারাগারে বন্দি ছিলেন। তাদের করোনা পরীক্ষা না করিয়ে ঢাকায় আনার অনুমতি ছিল কি না, সাউদিয়ার কাছে তা জানতে চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রায় ২৪ ঘণ্টা পর ১৫ ডিসেম্বর ঢাকায় অবতরণ করা সাউদিয়ার আরও দু’টি ফ্লাইটে যথাক্রমে তিনজন ও ২৫৪ জন যাত্রী আসেন করোনা পরীক্ষার সনদ ছাড়াই। ওই যাত্রীরাও কারাবন্দি ছিলেন। কিন্তু সাউদিয়া অনুমতিপত্র দেখাতে সময় নেয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় সাউদিয়াকে দুই লাখ টাকা জরিমানা করেন বিমানবন্দরের কোর্ট। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: