মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

জাতীয়

করোনাকালে সলঙ্গায় মাদরাসা পরিচালনা করায় জরিমানা

 প্রকাশিত: ১৭:০০, ২৭ জুন ২০২১

করোনাকালে সলঙ্গায় মাদরাসা পরিচালনা করায় জরিমানা

৩৩৩ অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেন জেলা প্রশাসন। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে সরকারী নির্দেশনা অমান্য করে করোনা কালীন সময় মাদরাসা খোলা রেখে পরিচালনা করায় হিফযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা দিয়ে মাদরাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়। 

দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হিফযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালান করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পেশকার জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশের সদস্যরা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: