শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

স্পেনের সাবেক রাজা দুর্নীতির অভিযোগে দেশ ছাড়ছেন

 প্রকাশিত: ১৯:২৭, ৪ আগস্ট ২০২০

স্পেনের সাবেক রাজা দুর্নীতির অভিযোগে দেশ ছাড়ছেন

দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হওয়ায় স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার এক ঘোষণায় স্পেনের রাজপ্রাসাদ থেকে এই তথ্য জানানো হয়েছে।

৮২ বছর বয়সী কার্লোস দেশ ছাড়ার সিদ্ধান্তটি এক চিঠির মাধ্যমে তার ছেলে ফিলিপেকে জানিয়েছেন। ছয় বছর আগে ছেলে ফিলিপের হাতেই তিনি ক্ষমতা অর্পন করে অবসরে যান। ছেলের কাছে লেখা চিঠিতে সাবেক এই রাজা বলেন, স্পেনের জনগণ, প্রতিষ্ঠান এবং রাজা হিসেবে তুমি যাতে ভালো কাজ করতে পারো, সেজন্য আমি এখন দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সাবেক এই রাজা জানিয়েছেন, তদন্তের জন্য যদি কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় হলে যথাসময়ে তিনি হাজির হবেন। তবে সাবেক এই রাজা এখন কোথায় বসবাস করবেন সেটি এখনো পরিষ্কার নয়।

জানা গেছে, সৌদি আরবের মক্কা-মদিনা রেল প্রকল্পের নির্মাণের জন্য ৬০০ কোটি ডলারের কাজ পায় স্পেনের একটি কোম্পানি। এরপর ২০১৪ সালে ক্ষমতা হস্তান্তরের পর সৌদি প্রকল্পের সাথে হুয়ান কার্লোসের দুনীতির সংশ্লিষ্টতা প্রমাণের উদ্যোগ নেয় দেশটির সুপ্রিম কোর্ট।

স্পেনের দুর্নীতি-বিরোধী কর্মকর্তারা সন্দেহ করেন, সাবেক এই রাজার কিছু অঘোষিত অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকে গচ্ছিত রয়েছে। স্পেনের সরকার বলেছে, বিচার সবার জন্য সমান এবং তদন্তে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: