শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

স্কুলের প্রবেশের স্থানে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা

 প্রকাশিত: ২৩:৩৩, ১৮ আগস্ট ২০২০

স্কুলের প্রবেশের স্থানে হাত ধোয়ার জন্য সাবান ও পানির  ব্যবস্থা

দেশে করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে শিক্ষার্থীদের প্রবেশ করানো হবে । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে সাবান দিয়ে হাত ধুয়ে স্কুলে প্রবেশ করতে হবে।

এ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা চূড়ান্ত করতে মঙ্গলবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম হোসেন। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

খসড়া নির্দেশনায় দেখা গেছে,  স্কুলের গেটে বা প্রবেশের স্থানে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীরা সাবান দিয়ে হাত ধুয়ে প্রবেশ করবে। 

এছাড়া বিদ্যালয় খোলার সরকারি নির্দেশনা আসার পর ন্যূনতম ১৫ দিন আগে শিক্ষক, কর্মচারী এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যদের উপস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে হবে। করোনা পরিস্থিতির মধ্যে ক্লাস উপযোগী করে বিদ্যালয়ে পরিচ্ছন্ন করে তুলতে হবে। বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেও খসড়া নির্দেশনায় দেখা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: