শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

স্কটল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রেনের লাইনচ্যুত

 প্রকাশিত: ১১:৫৬, ১৩ আগস্ট ২০২০

স্কটল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রেনের লাইনচ্যুত

স্কটল্যান্ডের পূর্ব উপকূলে একটি যাত্রীবাহী ট্রেনের লাইনচ্যুত হয়েছে। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবারডিনশায়ার স্টোনহেভেন শহরের কাছে এই বড় দুর্ঘটনাটি ঘটেছে। 

এক বিবৃতিতে ব্রিটিশ পরিবহন পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ট্রেনের চালক রয়েছে বলেও জানান তিনি। ঘটনাস্থলের কিছু ছবিতে দেখা গেছে, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। সেখানে উদ্ধারকারী হেলিকপ্টারও পৌঁছেছে।  

স্কটিশ অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, দুর্ঘটনার স্থানে ৬টি গ্রাউন্ড অ্যাম্বুলেন্স, একটি এয়ার অ্যাম্বুলেন্স, একটি বিশেষ অপারেশন দল এবং রোগী পরিবহনের জন্য অন্যান্য যানবাহন পাঠানো হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য অ্যান্ড্রু বোয়ি বলেন, ট্রেন কেন লাইনচ্যুত হয়েছে সে সম্পর্কে এখনো স্পষ্টভাবে আমরা কিছু জানি না। তবে এটা ঠিক যে, এখানে আবহাওয়ার অবস্থা ভয়াবহ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: