শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

বিজ্ঞান

সৌরবিদ্যুৎ বেচা-কেনা হচ্ছে বাংলাদেশি ডিভাইস দিয়ে

 প্রকাশিত: ০৬:০৪, ২৪ আগস্ট ২০২০

সৌরবিদ্যুৎ বেচা-কেনা হচ্ছে বাংলাদেশি ডিভাইস দিয়ে

অনেক আগে থেকেই বাংলাদেশের গ্রামগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। মূলত জাতীয় বিদ্যুৎ গ্রিডের বাইরে থাকা বাড়িগুলোতেই সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। দেশের প্রায় ৫০ লাখ বাড়িতে রয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। তবে এই সৌরবিদ্যুৎ বেচা-কেনা হচ্ছে দেশের অন্তত ১৩টি গ্রামে।

সোলার প্যানেল থেকে বিভিন্ন বাড়িতে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তা একটি ব্যাটারি স্টোরেজে জমা হয়। কিন্তু একবার সেই ব্যাটারির ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেলে সোলার প্যানেলের বাকি বিদ্যুৎ আর জমা হয় না। এর ফলে প্রচুর সৌরবিদ্যুৎ নষ্ট হয়৷

আর এই অব্যবহৃত বিদ্যুতের যেন অপচয় না হয়, এটা বিক্রি করে অন্যের চাহিদা যেন মেটানো যায়—এমন ভাবনা থেকে এই সৌর বিদ্যুৎ ভাগাভাগির কাজটি শুরু করে সোলশেয়ার নামে বাংলাদেশি একটি স্টার্টআপ। তাদের তৈরি সোলবক্স মিটার নামের একটি ডিভাইস দিয়েই কাজটি হচ্ছে।

সোলশেয়ারের প্রকল্প পরিচালক সালমা ইসলাম বলেন, ‘আমরা এমন এক ডিভাইস তৈরি করেছি যাতে বাড়তি বিদ্যুৎ জমা রাখা যাবে এবং এটা বিক্রি করে মানুষ অর্থও উপার্জন করতে পারবে। কেউ যদি ডিভাইসটি স্বয়ংক্রিয় মোডে রাখেন, ব্যাটারি পূর্ণ হওয়ার পর বাড়তি বিদ্যুৎ নিজে নিজেই বিক্রি হতে থাকবে।’

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: