বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

সৌদির সাবেক গোয়েন্দা প্রধানের নিরাপত্তা বাড়িয়েছে কানাডা সরকার

 প্রকাশিত: ১০:৫৪, ১০ আগস্ট ২০২০

সৌদির সাবেক গোয়েন্দা প্রধানের নিরাপত্তা বাড়িয়েছে কানাডা সরকার

যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ভয়ে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরির নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়েছে কানাডা সরকার। কানাডার দৈনিক গ্লোব অ্যান্ড মেইল এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি লিখেছে, আল-জাবরিকে হত্যার জন্য নতুন করে চেষ্টা চালাচ্ছে সৌদি রাজপরিবার। এ অবস্থায় কানাডা সরকার তার বাসভবনের আশেপাশে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়েছে। বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সেখানে। দেহরক্ষীর সংখ্যা ও নিরাপত্তা সরঞ্জামের পরিমাণও বাড়ানো হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আল-জাবরি কোথাও অবস্থান করছেন সেই তথ্যও গোপন রাখা হচ্ছে।

সম্প্রতি সাদ আল-জাবরি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পরপরই তাকে হত্যার জন্যও ঘাতক স্কোয়াড পাঠিয়েছিলো যুবরাজ সালমান। তবে ঘাতক স্কোয়াড হত্যা প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

সৌদির সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরি প্রায় তিন বছর আগে কানাডায় রাজনৈতিক আশ্রয় নেন। তখন থেকেই তিনি দেশটিতে নিরাপত্তা সুরক্ষা ভোগ করছেন।

জানা গেছে, সৌদি ঘাতক-স্কোয়াডটি কানাডার পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের সময় কানাডার গোয়েন্দা বিভাগের সন্দেহের চোখে পড়ে যায়। ফলে তারা সাদ আল-জাবরিকে হত্যা করতে ব্যর্থ হয়। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: