শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে রেলের বগি নির্মাণে আরো একটি কারখানা হবে

 প্রকাশিত: ১৯:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২০

সৈয়দপুরে রেলের বগি নির্মাণে আরো একটি কারখানা হবে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা সৈয়দপুরে আরো একটি রেলের বগি বা ক্যারেজ তৈরির কারখানা স্থাপন করা হবে ।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা হিসেবে ১০ হাজার করে টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী জানান, আগামী বছরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কিংবা মহান বিজয় দিবসে চিলাহাটি-হলদিবাড়ি রুটে পুনরায় রেল চলাচল উদ্বোধন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে এর উদ্বোধন করবেন। এরইমধ্যে বাংলাদেশ অংশে রেলপথ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ অংশের কাজ শেষ হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: