শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় শনাক্তের হার শতভাগ

 প্রকাশিত: ১৮:৪৪, ২৪ জুন ২০২১

চুয়াডাঙ্গায় শনাক্তের হার শতভাগ

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৪১ জনের নমুনা পরীক্ষায় সবার শরীরেই পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ শনাক্তের হার শতভাগ। শনাক্তের এই হার দেশের অন্য সব অঞ্চলের মধ্যে রেকর্ড।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০০ দশমিক ০০ শতাংশ। গতকাল বুধবার শনাক্তের হার ছিলো ৯৫ দশমিক ৭৫ শতাংশ। এই হার মঙ্গলবার ছিলো ৬৫ দশমিক ৬০ শতাংশ। অবশ্য এই ৪১ জনের নমুনা স্থানীয়ভাবে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।

বুধবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। 
তিনি জানান, বুধবার রাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে ৪১টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। সবগুলোর ফলাফলই করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৩৭ জনে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: