শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

সেনা কর্মকর্তার সহযোগীকে হত্যায় ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

 প্রকাশিত: ১৭:৫৬, ১০ এপ্রিল ২০২১

সেনা কর্মকর্তার সহযোগীকে হত্যায় ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

মিয়ানমার সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের সহযোগীকে হত্যার অপরাধে ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত।

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াংগুনের নর্থ ওক্কালাপা জেলায় সেনাবাহিনীর ওই ক্যাপ্টেনের সহযোগীকে খুন করা হয়। সেই ঘটনায় ১৯জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন না।

তবে কবে ও কিভাবে সেনা কর্মকর্তার ওই সহযোগী খুন হয়েছিলেন তার বিস্তারিত প্রকাশ করা হয়নি সেই প্রতিবেদনে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১ ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান ঘটেছে। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে দেশটির নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর দখল। যে কারণে দেশটিতে মার্শাল ল’ জারি রয়েছে। তাই সামরিক আদালত বিচার করতে ও রায় দিতে পারছে। এদিকে সেনাবাহিনীর এই ক্ষমতা দখলে বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির গণতন্ত্রকামী নাগরিকরা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: