শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঠের চেলি দিয়ে পুলিশ সার্জেন্ট পেটানো সেই যুবক গ্রেফতার

 প্রকাশিত: ১১:১৮, ২১ জানুয়ারি ২০২১

কাঠের চেলি দিয়ে পুলিশ সার্জেন্ট পেটানো সেই যুবক গ্রেফতার

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলা চালিয়ে কাঠের চেলি দিয়ে পেটানোর ঘটনায় জড়িত যুবক বেলাল হোসেনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বেলালের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তার বাবার নাম শামসুল হক।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আহত ট্রাফিক সার্জেন্ট বিপুল কিশোর বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় এ ঘটনায় একটি মামলা করেছেন।

সার্জেন্ট বিপুল এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি মামলার এজাহারে স্বাক্ষর করেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পালানোর সময় বাস থেকে বেলাল হোসেনকে রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা গ্রেফতার করে।

এ ছাড়া হামলার ঘটনার পর রাতেই প্রত্যক্ষদর্শী দুজনকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মামলার সাক্ষী করা হয়েছে। তারা পুলিশকে সহায়তা করছেন।

এ নিয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকে মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে সার্জেন্ট বিপুলের ওপর হামলার ঘটনা ঘটে। তার দুহাতে জখম হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে।

হেলমেট না পরা এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকার কারণে মামলা দিতে শুরু করলে আচমকা কাঠের চেলি নিয়ে এসে তার ওপর হামলা করে বেলাল হোসেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: