শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সুস্থ হওয়াদের দেহে করোনার অ্যান্টিবডি থাকে পাঁচ মাস: গবেষণা

 প্রকাশিত: ১৮:৪৪, ১৪ জানুয়ারি ২০২১

সুস্থ হওয়াদের দেহে করোনার অ্যান্টিবডি থাকে পাঁচ মাস: গবেষণা

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষদের বেশিরভাগই অন্তত পাঁচ মাস পুনরায় এ ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকেন। পাবলিক হেলথ ইংল্যান্ড পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়, যারা কখনোই আক্রান্ত হননি তাদের তুলনায় করোনা থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংক্রমিত হওয়ার ঝুঁকি ৮৩ শতাংশ কমে যায়। তবে তারা সতর্ক করে বলেছেন, আক্রান্ত হওয়ার পূর্ব ইতিহাস থাকার পরও কিছু কিছু মানুষ ওই সময়সীমার আগেই আবারও আক্রান্ত হয়ে যেতে পারেন এবং অন্যদের সংক্রমিত করতে পারেন।

গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক সুসান হপকিন্স। তিনি জানান, গবেষণায় প্রাপ্ত ফল খুব উৎসাহব্যঞ্জক। কারণ এর মধ্য দিয়ে দেখা গেছে মানুষের শরীরে যে সময় পর্যন্ত ইমিউনিটি থাকার কথা ভাবা হচ্ছিলো, তার চেয়ে বেশিদিন ইমিউনিটি থাকে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: