শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ে ১০ দিনের লকডাউন জারি

 প্রকাশিত: ১৯:৪০, ১১ এপ্রিল ২০২১

ইরানে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ে ১০ দিনের লকডাউন জারি

ইরানে করোনা ভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউয়ের ফলে ১০ দিনের লকডাউন দিয়েছে সরকার । শনিবার থেকে দেশটির সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, থিয়েটার, খেলাধুলা ও শরীরচর্চা কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ইরানের ৩১টি প্রদেশের ২৩টিতে এমন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ইরানে যে কোনো ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার থেকে শুরু হতে যাওয়া পবিত্র রমজান উপলক্ষেও কোনো ধরনের জমায়েত করা যাবে না।

গত সপ্তাহ থেকে ইরানে দৈনিক ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত দেশটিতে ২০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের ফলে ইরানজুড়ে ২৫৭টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: