শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে যেন সাগরের ঢেউ 

 প্রকাশিত: ০৭:৫০, ২ জুন ২০২১

রাজধানীতে যেন সাগরের ঢেউ 

রাজধানী ঢাকায় বৃষ্টি মানেই নগরবাসীর কাছে পানিবদ্ধতার এক তিক্ত অভিজ্ঞতা। প্রতি বছরই পানিবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। বৃষ্টি হলেই নগরীর অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোতে পানিবদ্ধতা দেখা দেয়। নাগরিকদের সেবার মান বাড়ানোর জন্য ঢাকাকে দু’টি সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়। কিন্তু রাজধানীর পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি নামতে পারে না। ফলে প্রতিবারই এমন পানিবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই বঙ্গভবনের দক্ষিণ গেট, মতিঝিল, আরামবাগ, কমলাপুর, শান্তিনগর, গুলিস্তান, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, বাড্ডা, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে রাস্তায় পানিবদ্ধতা সৃষ্টি হয়। গতকাল সকালে যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হন, তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন দুই সিটির উন্নয়নের চিত্র। পানিবদ্ধতার কারণে অফিসগামী লোকজনকে ছাতা মাথায়, প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অনেককেই প্যান্ট গুটিয়ে পানি মাড়িয়ে কর্মক্ষেত্রের দিকে রওনা দিতে দেখা গেছে। সড়ক ডুবে যাওয়ায় কম গতির কারণে রাজধানীজুড়ে দিনভর ছিল যানজট।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: