শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা বিস্ফোরণের প্রতিশোধে পাল্টা হামলা

 প্রকাশিত: ২১:৫৩, ২১ অক্টোবর ২০২১

সিরিয়ায় বোমা বিস্ফোরণের প্রতিশোধে পাল্টা হামলা

সিরিয়ার দামেস্কে বুধবার একটি সামরিক বাসের পাশে মাটিতে পুতে রাখা জোড়া বোমা বিস্ফোরণে ১৪ জন সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনার প্রতিশোধ নিতে পাল্টা হামলায় ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশু ও একজন শিক্ষন ছিলেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সরকারি বাহিনী এ হামলা চালায়। 

দামেস্ক শহরের কেন্দ্রস্থলে হাফিজ আল আসাদ সেতুর কাছে বুধবার সকালে সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ১৪ সরকারি সেনা। হামলাটি মানুষজন কর্মস্থল ও স্কুলে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় চালানো হয় বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

এই হামলার প্রায় ঘণ্টাখানেক পরই সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের আরিহায় ব্যাপক হামলা করে দেশটির সরকারি বাহিনী।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নিহতদের ১২ জনের মধ্যে চারজন শিশু এবং একজন শিক্ষক ছিলেন।  স্কুলে যাওয়ার পথে এরা নিহত হন। 
ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, সিরিয়ায় বোমা হামলার ঘটনায় আহত ও নিহত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: