শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণে ১৩ সেনা সদস্য নিহত

 প্রকাশিত: ১৯:৫২, ২০ অক্টোবর ২০২১

সিরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণে ১৩ সেনা সদস্য নিহত

সিরিয়ার দামেস্কে রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণে ১৩ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। বুধবার সকালে সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হয়। 

সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে এক ফুটেজ দেখিয়ে জানিয়েছে, মানুষজন কর্মস্থল ও স্কুলে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বাসটি  দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর ওপর যেতেই দুটি বোমা বিস্ফোরিত হয়। সেখানে আরো একটি বোমা ছিল। সেনা প্রকৌশলীর এক দল সেটিকে নিষ্ক্রিয় করেছেনে এবং  এ ঘটনাকে ‘সন্ত্রাসী’ হামলা বলে আখ্যা দিয়েছেন।

জানা গেছে, এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় আইএস জড়িত রয়েছে। কারণ চলতি বছর পূর্ব সিরিয়ায় সেনাবাহিনীর গাড়ির ওপর এ ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়েছিল আইএস।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: