শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

খেলা

সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

 প্রকাশিত: ১৩:৪৯, ১৮ জুলাই ২০২১

সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এরই মধ্যে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই সিরিজ জিতবে টাইগাররা। এমন ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে তামিম ইকবালের দল।

রবিবার (১৮ জুলাই) হারারেতে দ্বিতীয় ওয়ানডে জয় পেলে শুধু সিরিজই নিশ্চিত হবে না টাইগারদের, কোনো দেশের বিপক্ষে নিজেদের টানা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হবে। 

জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেই পর পর ১৭টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের ধারা অব্যাহত রেখে আজ সিরিজ জিতলে দেশটির বিরুদ্ধে টানা ১৮ জয়ের রেকর্ড গড়বেন তামিমরা।

 

হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশ নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস , সাকিব আল হাসান,  মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন,  মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহিদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ-

ওয়েসলি মাধভেরে টাডিওয়ানাশে মারুমনি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স রেজিস চাকাভা, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই চাতারা ও রিচার্ড নাগারাভা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: