শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সারা বিশ্বে করোনায় মৃত্যু ৪৮ লাখ ৪৮ হাজার ছাড়াল

 প্রকাশিত: ০৯:৪১, ৮ অক্টোবর ২০২১

সারা বিশ্বে করোনায় মৃত্যু ৪৮ লাখ ৪৮ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। আবার নতুন করে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। মোট মৃতের সংখ্যা ৪৮ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে।
 
এদিকে, সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া,মেক্সিকো,ব্রাজিল। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে।
 
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৪৮ হাজার ৫৬৯ জনে।

তবে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৮৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সাত হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ৩৭৯ জনে।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: