বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের রাজধানী নয়াদিল্লির এইমস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

 প্রকাশিত: ১০:৩৬, ১৭ জুন ২০২১

ভারতের রাজধানী নয়াদিল্লির এইমস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এ (এইমস) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে দিল্লি এইমসে হঠাৎই আগুন লেগে যায়। প্রতিষ্ঠানটির কনভার্সন বিল্ডিংয়ে নবম তলার ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই আগুন লাগার এই ঘটনা সামনে আসে। দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া বের হতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

এইমসের আগুন লাগা ওই ভবনের নবম তলাটি মূলত একটি বহুমুখি গবেষণাগার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে একটি অডিটোরিয়ামও আছে, সেখানে শিক্ষানবিশ চিকিৎসকদের ক্লাস নেয়া হয়।

আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। এছাড়া অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: