বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সাবেক পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এখন সংবাদ চ্যানেলের ‘কন্ট্রিবিউটর’

 প্রকাশিত: ২১:০৯, ৯ এপ্রিল ২০২১

সাবেক পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এখন সংবাদ চ্যানেলের ‘কন্ট্রিবিউটর’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টে ট্রাম্পের আমলের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশটির সংবাদ চ্যানেল ফক্স নিউজের ‘কন্ট্রিবিউটর’ হিসেবে যোগ দিয়েছেন। ২০১৮ সালের এপ্রিলে পূর্বসূরি রেক্স টিলারসনের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন পম্পেও। এরপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।

ফক্স নিউজ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্বীকৃত ও মর্যাদাবান মতামতদানকারীদের একজন মাইক পম্পেও। আমাদের লাখো দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে তিনি অবদান রাখবেন বলে প্রত্যাশা করছি।

এক বিবৃতিতে পম্পেও বলেন, ‘আমেরিকাই প্রথম’ নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি নিয়ে আমি দর্শকদের একটি অকপট সোজাসাপ্টা দৃষ্টিভঙ্গি দিতে চাই। এতে আমেরিকার নজিরবিহীন সমৃদ্ধি ও নিরাপত্তার গতিপথ নিয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: