শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবমেরিন ক্যাবল কাটা পড়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার

 প্রকাশিত: ১৭:৫৬, ১০ আগস্ট ২০২০

সাবমেরিন ক্যাবল কাটা পড়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ ক্যাবল কেটে সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে মহিপুর পুলিশ তাদের গ্রেফতার করে। 

এর আগে কাটা পড়া দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ১২ ঘণ্টা ধরে মেরামতের পর ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়। মেরামত কাজ শেষে রবিবার দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে ইন্টারনেট সংযোগ পুনস্থাপন করতে সক্ষম হয় বাংলাদেশ ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষ। 

বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, এ কাজটি খুবই সূক্ষ্ম এবং সময় নিয়ে করতে হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে এর আগে আমাদের পড়তে হয়নি। তারপরও আমরা কাজটি সফলতার সঙ্গে শেষ করতে পেরেছি। এতে ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। গ্রাহকদের দুর্ভোগ লাঘব হয়েছে। গতকাল রোববার রাতে সাবমেরিন ক্যাবল জোড়া দেয়া হয়।

ক্যাবল কাটার অভিযোগে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে রবিবার রাতে মহিপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামরা দায়ের করেন। পুলিশ ওই মামলার আসামিদের মধ্যে দুইজনকে আলীপুর বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।
মহিপুর থানার ওসি জানান, অপর আসামিদের গ্রেফতারে আমরা সচেষ্ট আছি এবং যথাযথ তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, লতাচাপলি ইউপির চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার নিয়োজিত শ্রমিকরা সাবমেরিন ক্যাবল স্টেশনের পাশের একটি জমির চারদিকে বাঁধ দিচ্ছিলেন। মাটি কাটার যন্ত্র (এক্সাভেটর) দিয়ে মাটি কেটে তোলার সময় ভূগর্ভস্থ ক্যাবলটি কেটে ২০ ফুট ওপরে উঠে যায়। ফলে দেশজুড়ে গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতির সমস্যায় পড়েন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: