বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সাধারণ মানুষের ভ্যাকসিন পাওয়া নিয়ে সংশয় ফখরুলের

 প্রকাশিত: ০৯:৩৩, ২১ জানুয়ারি ২০২১

সাধারণ মানুষের ভ্যাকসিন পাওয়া নিয়ে সংশয় ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ ভ্যাকসিন পাবে কিনা তার কোনো রোডম্যাপ নেই, কোনো প্ল্যানিং নেই। সরকার বলছে, আগে ২০ লাখ আসবে।

এই ২০ লাখ কারা পাবে-সেটাও আমরা জানি না। প্রতি মাসে ৫০ লাখ করে ভ্যাকসিন আসবে, সেটা কারা পাবে তাও জানি না।

 

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে বেসরকারিভাবে সরকার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে যে তিন কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় করছে তার দাম নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, ভ্যাকসিন যেটা দিলে মানুষের জীবন রক্ষা হবে, মানুষ বাঁচবে-এটা নিয়েও তারা (সরকার) লুটপাট শুরু করেছে। অনেক বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে এই ভ্যাকসিন কিনছে।

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের পর থেকে সরকারের দুর্নীতির কথা তু্লে ধরে মির্জা ফখরুল বলেন, এই করোনা নিয়েও এরা চুরি করছে, ডাকাতি করছে, লুটপাট করছে। প্রথম দিকে করলো করোনা টেস্ট নিয়ে। ওই টেস্ট নিয়ে রিজেন্ট হাসপাতাল, ডা. সাবরিনাসহ কে কে আসলো.. এসে তারা লুটপাট করলো।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ৫০ বছরে তাদের (আওয়ামী লীগ) সফলতা হচ্ছে তারা জনগণের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। তারা মানুষকে সত্যিকার অর্থে শৃঙ্খলিত করেছে, বন্দি করে দিয়ে্ছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: