মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

৪ বছর পর মিসরের কারাগার থেকে মুক্তি পেলেন আল জাজিরার সংবাদকর্মী

 প্রকাশিত: ১১:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২১

৪ বছর পর মিসরের কারাগার থেকে মুক্তি পেলেন আল জাজিরার সংবাদকর্মী

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হুসেইনকে মিসরের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চার বছরের বেশি সময় কারারুদ্ধ থাকার পর তাকে মুক্তি দেয়া হয়। পরিবারের সাথে সাক্ষাত করতে ২০১৬ সালে কাতার থেকে মিসরে আসার পর মাহমুদ হুসেইনকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

কায়রো হুসেইনের বিরুদ্ধে ‘নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া’ ও ‘মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অস্থিতিশীল করার’ অভিযোগ আনে। সাংবাদিক জামাল রাফাত, সারাহ রাফাত, হোসাম আল-শুরবাগি ও মানবাধিকার কর্মী গামাল ইদ ভিন্ন ভিন্ন টুইট বার্তায় হুসাইনের মুক্তির কথা জানান।

কাতারের সংবাদপত্র কাতার আল-ইয়াউম টুইট বার্তায় বলে, ‘চার বছরের বেশি সময় বন্দী থাকার পর মিসরীয় কর্তৃপক্ষ আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হুসেইনকে মুক্তি দিয়েছে।’

ইজিপশিয়ান অবজারভেটরি ফর জার্নালিজম অ্যান্ড দ্যা মিডিয়া এক ফেসবুক বিবৃতিতে জানায়, গত সোমবার কায়রো ক্রিমিনাল কোর্ট তদন্তের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থার সাথে হুসেইনকে মুক্তি দেয়ার আদেশ দেন। মিসরের বিরোধীদলীয় সংবাদ ওয়েবসাইট, দারব পার্টিও হুসেইনের মুক্তির খবর নিশ্চিত করেছে।

মিসরে ২০১৩ সালে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে আনুষ্ঠানিকভাবে আল-জাজিরা বন্ধ করে দেওয়া হয়।

কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে মিত্রদেশগুলোর সাড়ে তিন বছরের অবরোধ প্রত্যাহারের প্রায় একমাস পরেই দীর্ঘদিন কারারুদ্ধ আল-জাজিরার এই সাংবাদিককে মুক্তি দেওয়া হলো।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: