শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

শিক্ষা

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিন্ডারগার্টেনে চলছে পাঠদান

 প্রকাশিত: ১০:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২১

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিন্ডারগার্টেনে চলছে পাঠদান

করোনা সংক্রমণের কারণে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কিন্ডারগার্টেনগুলোতে পাঠদান চলছে।

স্কুলের শিশু শিক্ষার্থীদের শুক্রবারও সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস করানো হচ্ছে। দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণ এখনো রয়েছে।

এর মধ্যেই সরকারি ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু শিবগঞ্জে সেই সরকারি নির্দেশনা উপেক্ষা করেই চলছে পাঠদান।

তবে কিন্ডারগার্টেন স্কুলের এক পরিচালক জামানুল ইসলাম জামাল জানান, করোনাভাইরাসের কারণে শিবগঞ্জে প্রায় দেড়শ কিন্ডারগার্টেন বন্ধ রয়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান শিক্ষকদের অর্থের অভাবে বেতন-ভাতা দিতে পারছে না।

তাছাড়া অনেক স্কুলেই বিদ্যুৎ বিল থেকে শুরু করে ঘর ভাড়া দিতে না পেরে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিবগঞ্জ পৌর এলাকায় কয়েকটি কিন্ডারগার্টেন সুকৌশলে প্রধান ফটকে তালা দিয়ে ভেতর কক্ষে ক্লাস নেয়া হচ্ছে। এমনকি শুক্রবার ছুটির দিনেও তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। তবে অধিকাংশ শিক্ষক ও শিশু শিক্ষার্থীর মুখে মাস্ক ছিল না।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শিবগঞ্জে কোনো স্কুলে গোপনে ক্লাস নেয়ার বিষয়েও তিনি কিছুই জানেন না। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এর ব্যতিক্রম ঘটালে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: