শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সাড়ে ২৮ লাখ ছাড়াল বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা

 প্রকাশিত: ১০:৩৬, ৩ এপ্রিল ২০২১

সাড়ে ২৮ লাখ ছাড়াল বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এ পর্যন্ত ২৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কোভিড রোগীর সংখ্যা ১৩ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। 
শনিবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা নাগাদ বিশ্বে করোনায় মারা গেছে ২৮ লাখ ৫০ হাজার ১৪৭ জন। আর আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ কোটি ৮ লাখ ১ হাজার ৩০৪।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩৮৮। এ পর্যন্ত মারা গেছে ৫ লাখ ৫৬ হাজার ৬০৮ জন।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৩৬৬ জনের।

এরপরই রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম  জনসংখ্যার এ দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯। মারা গেছে ১ লাখ ৬৪ হাজার ১৪১ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়ার পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। ইতালি সপ্তম।  তুরস্ক অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। 

তালিকায় ২৩ তম অবস্থানে থাকা বাংলাদেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ১৫৫ জন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: