বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

সঞ্চয়পত্র থেকে চার মাসে ৭০ শতাংশ ঋণ গ্রহণ

 প্রকাশিত: ০৯:৫১, ২৫ ডিসেম্বর ২০২০

সঞ্চয়পত্র থেকে চার মাসে ৭০ শতাংশ ঋণ গ্রহণ

চলতি অর্থবছরে বাজেট ঘাটতি অর্থায়নে সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৫ হাজার তিন কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম চার মাসেই নেয়া হয়েছে ১৭ হাজার ৫৭৭ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ। সঞ্চয়পত্র থেকে বেশি মাত্রায় ঋণ নেয়ায় কমে গেছে ব্যাংক নির্ভরতা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টসূত্র জানিয়েছে, এতে সুদ ব্যয় বাড়লেও স্বস্তিতে আছেন মধ্যবিত্তরা। কারণ, করোনার কারণে বার্ষিক উন্নয়ন ব্যয় কমে গেছে। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে। এমনি পরিস্থিতিতে সরকার ব্যাংক থেকে কম ঋণ নিচ্ছে। এ দিকে করোনার কারণে ব্যাংকগুলোও আর আগের মতো ঋণ বিতরণ করছে না। আবার যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরও বর্তমান পরিস্থিতিতে ঋণের চাহিদা কমে গেছে।

এতে প্রায় প্রতিটি ব্যাংকের হাতেই উদ্বৃত্ত তহবিল রয়েছে। এই অবস্থায় ব্যাংকগুলো আমানতের সুদহার তলানিতে নামিয়ে এনেছে। বলা চলে মূল্যস্ফীতির নিচে রয়েছে আমানতের সুদহার। ব্যাংকে আমানত রেখে মূল্যস্ফীতির বিবেচনায় লোকসান দিচ্ছেন গ্রাহকরা। বেশি মুনাফার আশায় মানুষ এখন সঞ্চয়পত্রেই বিনিয়োগ করছে বেশি হারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে বাজেট ঘাটতি অর্থায়নে চলতি অর্থবছরে ব্যাংক থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। কিন্তুবাস্তবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছে এক হাজার ৬২ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ ব্যাংক থেকে সরকারের নিট ঋণ নেয়ার হার কমিয়ে দিয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: