মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংবাদপত্রের প্রচার সংখ্যা তদন্ত করা হবে: তথ্যমন্ত্রী

 প্রকাশিত: ১৫:৫৭, ২১ জানুয়ারি ২০২১

সংবাদপত্রের প্রচার সংখ্যা তদন্ত করা হবে: তথ্যমন্ত্রী

ছাপানো সংবাদপত্রগুলোর নথিপত্রের সঙ্গে বাস্তবের প্রচার সংখ্যার মিল খুঁজে পাওয়া যায় না উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ডিএফপির (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) তদন্তের বাইরেও সরকারি তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করানোর কাজ হাতে নিয়েছি।
 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র ফোরামের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

 ফোরামের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন এবং সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বে সংগঠনের নেতারা তথ্যমন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে বৈঠক করেন।

 
তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে ফোরামের পক্ষ থেকে তাদের দাবি-দাওয়াগুলো তুলে ধরেন ডেইলি অবজারভারের সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
নাম সর্বস্ব ও অনিয়মিত পত্রিকায় সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র দেওয়া বন্ধ করে তাদের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করার দাবি জানানো হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: