শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

সংকটের মুখে যুক্তরাষ্ট্রের অর্থনীতি

 প্রকাশিত: ১৯:৩৯, ৩১ জুলাই ২০২০

সংকটের মুখে যুক্তরাষ্ট্রের অর্থনীতি

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। এদিকে মহামারি এই ভাইরাসের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতির ওপরও, ফলে সেখানে সৃষ্টি হয়েছে সংকটের।

এপ্রিল থেকে জুন এই ত্রৈ-মাসিক পর্বে যুক্তরাষ্ট্রের বার্ষিক অর্থনীতি সংকুচিত হয়েছে ৩২ দশমিক ৯ শতাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবেচেয়ে বড় সংকোচন। এটিকে ঐতিহাসিক অর্থনৈতিক সংকটও বলা হচ্ছে।

ওয়াশিংটন জানিয়েছে, তাদের অর্থনীতির উপর করোনার থাবার আলামত দেখা দিতে শুরু করেছে। আগের বছরের দ্বিতীয় ত্রৈমাসের তুলনায় এ বছরের দ্বিতীয় ত্রৈমাসের প্রবৃদ্ধি রেকর্ড হারে কমেছে।

মার্চ মাসজুড়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটা বড় অংশে লকডাউন ছিলো। আর তারই প্রভাব পড়তে দেখা গেছে এপ্রিল, মে, জুন মাসে। ১৯৪৫ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটাই কোনও অর্থনৈতিক পর্বের সব থেকে বড় জিডিপি সংকোচন। 

এর আগে ২০০৮ সালের মন্দার সময় এপ্রিল থেকে জুন মাসে যুক্তরাষ্ট্রের জিডিপির হার ৮ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছিল। তার আগের রেকর্ডটি ছিল ১৯৫৮ সালের। তখন অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১০ শতাংশ কমে গিয়েছিল।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: