শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘শয়তানের চোখ’ নামে প্রাচীন তাবিজকে নিষিদ্ধ ঘোষণা করেছে তুরস্ক

 প্রকাশিত: ১০:৪১, ২৭ জানুয়ারি ২০২১

‘শয়তানের চোখ’ নামে প্রাচীন তাবিজকে নিষিদ্ধ ঘোষণা করেছে তুরস্ক

প্রায় ৫ হাজার বছর ধরে প্রচলিত হলেও ঈমান আকীদা বিধ্বংসী একটি তাবিজকে নিষিদ্ধ ঘোষণা করেছে তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তাবিজটির স্থানীয় নাম ‘নজর বোনচু’, যা মূলত ‘শয়তানের চোখ’ বলে পরিচিত।

‘নজর বনজু’-কে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়ে তুরস্কের ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বহুল প্রচলিত এ বস্তুটি আসলে কি কাজ করে তা জানা যায়নি। কিন্তু জনগণের মধ্যে এটির ব্যাপক ব্যবহার ধর্ম বিশ্বাসে আঘাত হানতে পারে। কারণ ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া আর কেউ বা কোনো বস্তু ভালো বা খারাপ করার ক্ষমতা রাখে না। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ওপর বিশ্বাস এবং তার ব্যবহার একেবারেই নিষিদ্ধ।

‘নজর বনজু’ নামে এ তাবিজটি মূলত বর্তমানে অলঙ্কার হিসেবেই বেশি ব্যবহৃত হয়। অলঙ্কারটি দেখতে নীল রঙের বৃত্ত ও তার মাঝে সাদা চোখ সদৃশ। প্রাচীনকাল থেকে তুর্কিদের বিশ্বাস, এ তাবিজ দুষ্ট নজর থেকে সুরক্ষা দেয়। তুরস্কে বহুল প্রচলিত এই তাবিজকে এক ফতোয়ার মাধ্যমে নিষিদ্ধ করেছে তুর্কি ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: