শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রধান আসামিকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড

 প্রকাশিত: ২০:১৮, ২৬ জুন ২০২১

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রধান আসামিকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির সাবেক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির একটি আদালত অভিযুক্ত চাওভিনের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

সাজার রায়ে ডেরেক চাওভিনকে ‘প্রিডেটরি অফেন্ডার’ হিসাবে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ তালিকাভুক্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সংস্থা নির্দিষ্ট সময়ের জন্য নজরদারি করে থাকে। একই সঙ্গে তাকে আজীবনের জন্য অস্ত্রের মালিক হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া চাওভিন এবং যুক্তরাষ্ট্রের আরো তিনজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আলাদাভাবে জর্জ ফ্লয়েডের নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এ মামলার কৌঁসুলি চৌভিনের ৩০ বছর কারাদণ্ড চেয়েছিলেন। আর চৌভিনের আইনজীবী চেয়েছিলেন তাকে মুক্তি দেয়া হোক। কিন্তু গত এপ্রিলে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণ হয়।

রায় ঘোষণার সময় আদালত বলেছেন, ফ্লয়েডের পরিবার যে যন্ত্রণা পোহাচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে যে বেদনাহত পরিবেশের সৃষ্টি হয়েছিল তাও উল্লেখ করেছেন আদালত।

রায়ের পর ফ্লয়েডের আইনজীবী বেন ক্রাম্প এক টুইটে বলেছেন, ঐতিহাসিক এ রায় অপরাধীকে জবাবদিহিতার মুখোমুখি করেছে। রায়টি ফ্লয়েডের পরিবার এবং আমাদের সমাজকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে।

এ ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি। তবে চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছিলেন। দোষী সাব্যস্ত হলে এ মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হওয়ার সুযোগ থাকলেও আদালত তাকে সাড়ে ২২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এছাড়া হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পরই তাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: