মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেষ হচ্ছে ঢাবির ‘ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র’ কার্যক্রম

 প্রকাশিত: ১৯:০২, ২০ অক্টোবর ২০২১

শেষ হচ্ছে ঢাবির ‘ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র’ কার্যক্রম

এনআইডি নেই এমন শিক্ষার্থীদের জন্য ‘ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র’ স্থাপন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) শেষ হচ্ছে সেই কার্যক্রম। 

সব বর্ষের শিক্ষার্থীকে শতভাগ টিকার আওতায় আনতে এমন উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৭ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নিবন্ধনের কাজ চলছে। 

প্রথমে ১৪ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চালানোর কথা থাকলেও সেটি বৃদ্ধি করে ২১ তারিখ করা হয়। এরই মধ্যে যারা এই সেবা গ্রহণ করতে পারেনি তাদেরকে উক্ত সময়সীমার মধ্যে ভোটার নিবন্ধনের কার্যক্রম সমাপ্ত করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: