মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া নৌকা থেকে ৩৫ জেলে উদ্ধার

 প্রকাশিত: ২০:০৪, ১৭ আগস্ট ২০২০

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া নৌকা থেকে ৩৫ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভেসে থাকা একটি মাছ ধরার নৌকা  থেকে ৩৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ভাসানচরের দক্ষিণে বঙ্গোপসাগরে নৌকাটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। 

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোস্ট গার্ডের একটি জাহাজ সকাল সাড়ে ১১টার দিকে ভাসানচরের দক্ষিণে বঙ্গোপসাগরে নৌকাটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় ওই নৌকা থেকে ৩৫ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, উদ্ধারকৃত জেলেদেরকে নৌকাসহ বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গায় নিয়ে আসা হয়। পরে জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গত ১২ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিলো। নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে সব জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলে এবং মাছ ধরার নৌকাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: