শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

করোনা আতঙ্কে রাজধানী ছাড়ছে মানুষ

 প্রকাশিত: ০৯:৩৯, ২৬ জুন ২০২১

করোনা আতঙ্কে রাজধানী ছাড়ছে মানুষ

করোনার সংক্রমণ এড়াতে আগামী সপ্তাহে কঠোর বিধি নিষেধের ঘোষণা আসছে। ইতোমধ্যে টেকনিক্যাল কমিটি টানা ১৪দিন শাটডাউনের সুপারিশ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো সময় কঠোর বিধিনিষেধের ঘোষণা আসছে। এতে করে আতঙ্কে ঢাকা ছাড়ছে মানুষ। একই সাথে আশপাশের জেলা থেকে রাজধানীতে মানুষের প্রবেশ অব্যাহত রয়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে চলাচল করতে হচ্ছে। তাতে ভোগান্তি ও খরচ দুটোই বেড়ছে।
সরেজমিনে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেকে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ছোট ছোট পরিবহনে যাতায়াত করছেন। সবার দাবি, জরুরি প্রয়োজনেই যাতায়াত করতে হচ্ছে তাদের।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: