বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শূন্য আসন ও স্থগিত ইউপি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত বুধবার

 প্রকাশিত: ১৫:৪৬, ১৬ মে ২০২১

শূন্য আসন ও স্থগিত ইউপি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত বুধবার

জাতীয় সংসদের শূন্য হওয়া আসন ও স্থগিত প্রথম ধাপের ইউপি নির্বাচনসহ বেশ কয়েকটি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (১৯ মে) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন বিকেল ৩টায় রাজধানীর নির্বাচন ভবনে বৈঠকটি হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা সভাপতিত্ব করবেন।

এর আগে ১১ মে অনুষ্ঠিত বৈঠকে করোনার মধ্যেই নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন নির্বাচন কমিশনাররা। তবে সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেছিলেন, করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমরা সব নির্বাচন চালিয়ে যাবো। আমাদের নির্বাচন করতেই হবে। লক্ষ্মীপুর-২ ও সিলেট-৩ আসনে সিইসির ক্ষমতার পরবর্তী ৯০ দিন পার হয়ে গেছে। কমিশন একমত হলে এসব নির্বাচন সম্পন্ন করে ফেলব।

তিনি আরো বলেছিলেন, ১৯ মে কমিশন সভা হবে। সভায় চার থেকে পাঁচটা এজেন্ডা রয়েছে। ৩৭১টি ইউপি নির্বাচনসহ যেসব নির্বাচন ১১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো নিয়ে ১৯ তারিখে সিদ্ধান্ত হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: